• বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
খোকসায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি নেতা শেখ সাদী নদীমাতৃক বাংলাদেশের ইতিহাসে ঐতিহ্য ও সংস্কৃতির ধারক বাহক হিসেবে নৌকা বাইচ এখনো গ্রামবাংলার মানুষদের বিনোদন দিচ্ছে কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদী সম্পর্কে জানুন কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ ষ্টেডিয়াম উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহামুদ বর্ণিল পরিবেশে কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত ঢাকায় অনুষ্ঠিত ১৯ তম ডিটিজি এক্সপো শেষ হয়েছে গতকাল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শেখ সাদী মোবাইলে টিকটক দেখা বন্ধ করে, পড়ার সময় পড়া ও খেলার সময় খেলতে হবে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আলিমুদ্দিন শেখের ২য় মৃত্যুবার্ষিকী আজ বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আলিমুদ্দিন শেখের ২য় মৃত্যুবার্ষিকী আজ

খোকসায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি নেতা শেখ সাদী নদীমাতৃক বাংলাদেশের ইতিহাসে ঐতিহ্য ও সংস্কৃতির ধারক বাহক হিসেবে নৌকা বাইচ এখনো গ্রামবাংলার মানুষদের বিনোদন দিচ্ছে

Reporter Name / ৫৯ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

হাবিব চৌহান, খোকসা থেকে ফিরে॥

কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদী বলেছেন,
নদীমাতৃক বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, আনন্দ আয়োজন, উৎসব ও খেলাধুলা সবকিছুতেই নদী ও নৌকার সরব উপস্থিতি। তাই শত শত বছরের ঐতিহ্য ও সংস্কৃতির ধারক বাহক হিসেবে বাংলাদেশের নদী বেষ্টিত এলাকা গুলোতে আবহমানকাল থেকে নৌকা বাইচ আজও ঐতিহ্যবাহী প্রতিযোগিতামুলক একটি খেলা হিসেবে টিকে রয়েছে এবং এই খেলা গ্রাম বাংলার মানুষদের বিনোদনের চাহিদা মেটাচ্ছ।
গতকাল বুধবার বিকেলে খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের পদ্মা নদীর ধোকড়াকোল, কুঠিপাড়া, গোঁসাইডাঙ্গী ও আমলাবাড়ীয় এলাকায় (নদীর কোলে) নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।
নৌকা বাইচ ও মেলা কমিটির সভাপতি আসলাম হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদী বক্তব্য রাখেন ও কবুতর উড়িয়ে নৌকা বাইচ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় খোকসা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আলাউদ্দিন খাঁন, খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মইনুল ইসলাম, কুমারখালী পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মনোয়ার হোসেন, বিএনপি নেতা সাইদুল ইসলাম, খান আতাউর রহমান সবুজ, রেজাউল করিম মাষ্টার, মোতালেব হোসেন মাষ্টার সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদী আরো বলেন,এক সময় এ দেশে যোগাযোগ ছিলো নদী কেন্দ্রিক। আর বাহন ছিল নৌকা। এখানে নৌ শিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠে বিভিন্ন শিল্পকেন্দ্র। এসব শিল্পে যুগ যুগ ধরে তৈরি হয় দক্ষ ও অভিজ্ঞ কারিগর। এভাবে একসময় বিভিন্ন নৌযানের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়।যা নৌকা বাইচ নামে পরিচিতি পেয়েছে। তিনি বলেন, খোকসার এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ যে ভাবে হচ্ছে। আগামীতে এটি আরো বড় পরিসরে করা হবে ইনশাআল্লাহ ।
গতকাল বুধবার কুমারখালী ও খোকসা উপজেলার নৌকাসহ পাবনা জেলার একাধিক নৌকা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং অতিথিদের নিয়ে মহড়া দেয়। আজ বৃহস্পতিবার থেকে মুল প্রতিযোগিতা শুরু হবে।চুড়ান্ত প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর রবিবার। এই নৌকা বাইচ প্রতিযোগীতার পুরুষ্কার হিসেবে (চ্যাম্পিয়ন, রানার্সআপ) ২টি ডিসকভারি -১২৫ ও ১০০ সিসি’র মোটরসাইকেল ও ১টি ফ্রিজ। এ ছাড়াও অংশগ্রহণকারীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরষ্কার।

নৌকাবাইচের সময় মাঝি-মাল্লারা সমবেত কণ্ঠে জারি সারি গান গেয়ে ও ঢাক ঢোল পিটিয়ে নদীর দুই পাড়ের হাজার হাজার দর্শকদের বাড়তি আনন্দ দেন।

গ্রামীণ ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধনী আনুষ্ঠান ও নৌকার মহড়া দেখতে হাজার হাজার নারী-পুরুষ ও শিশুরা ভীড় করে নদীর কোলের দক্ষিণ পাড়ে (কুষ্টিয়া জেলার অংশে) এবং কোলের উত্তর পাড়ে(পাবনা জেলা) বহু মানুষ এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ও নৌকার মহড়া উপভোগ করেন। এই নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষে কুঠিপাড়া মোড় এলাকায় বসেছে গ্রামীণ মেলা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category