• মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ ষ্টেডিয়াম উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহামুদ বর্ণিল পরিবেশে কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত ঢাকায় অনুষ্ঠিত ১৯ তম ডিটিজি এক্সপো শেষ হয়েছে গতকাল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শেখ সাদী মোবাইলে টিকটক দেখা বন্ধ করে, পড়ার সময় পড়া ও খেলার সময় খেলতে হবে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আলিমুদ্দিন শেখের ২য় মৃত্যুবার্ষিকী আজ বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আলিমুদ্দিন শেখের ২য় মৃত্যুবার্ষিকী আজ বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আলিমুদ্দিন শেখের ২য় মৃত্যুবার্ষিকী আজ কুষ্টিয়ার পদ্মায় ধরাপড়া বিশাল কুমিরটি বন বিভাগের হেফাজতে সাম্প্রতিক অতিথি মন্তব্য প্রতিবেদন হাসিনা পদত্যাগ করেন নাই, তিনি ক্ষমতা হারিয়েছেন. রাষ্ট্রপতির অপসারন সংকট সৃষ্টি করবে না

হাত-পা বেঁধে ছাদ থেকে ফেলে কলেজ ছাত্রকে হত্যার অভিযোগ

Reporter Name / ১৪৪ Time View
Update : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

কুষ্টিয়া শহরে হাত-পা-মুখ বেঁধে মারধর করে ছাদ থেকে ফেলে দিয়ে রুবেল হোসেন (২২) নামের এক কলেজ ছাত্রকে হত্যা করা হয়ে বলে অভিযোগ উঠেছে।
গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের কোর্টপাড়া এলাকার বনফুড বেকারির সামনে এ ঘটনা ঘটে।

নিহত রুবেল হোসেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মির্জাপুর গ্রামের শহিদুল মণ্ডলের ছেলে। সে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ৬ষ্ঠ বর্ষের ছাত্র। সে আরো ৩ জনের সাথে কোর্টপাড়া বনফুড বেকারির সামনে লাল মিয়ার চারতলা ভবনের তৃতীয় তলার মেছে থাকতো।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১১ টার দিকে গামছা ও দড়ি দিয়ে হাত-পা ও মুখ বাঁধা মুমূর্ষু অবস্থায় তাকে ওই ভবনের নিচ থেকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাবার পথে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

রুবেলের সহপাঠিরা জানান, কে বা কারা রুবেলকে গামছা ও দড়ি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে মারধর করে চারতলার ছাদ থেকে ফেলে হত্যা করেছে। কে বা কারা তাকে হত্যা করেছে বা কেন এই হত্যা তা আমাদের জানা নেই।

মেসের একটি সুত্র জানায়, রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ভবনের নিচ থেকে চিৎকার শুনে আমরা নিচে গিয়ে দেখি হাত-পা ও মুখ বাঁধা মুমূর্ষু অবস্থায় রুবেল পড়ে রয়েছে। এরপর তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। তিন তলার ওই মেসে ৮-১০ জন থাকলেও রুবেলের রুমে তিনজন থাকতেন। কী কারণে এ ঘটনা ঘটেছে সেটা জানি না। তার রুমে হৃদয় ও রাসুল নামে দুজন থাকেন। তাদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।স্থানীয়রা জানান ওই ভবনের আশপাশে একাধিক ছাত্রী মেসও রয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মিঠুন বাগচি জানান, রাতে রুবেল নামের একজনকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল।
ভর্তি করার পরপরই উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল জানান, আমরা ঘটনাস্থলেই পরিদর্শন করেছি।বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category