কুষ্টিয়ার সাংবাদিকতার ইতিহাস অনেক প্রাচীন। আজ থেকে দেড়শ বছরের ও বেশি সময় আগে এই কুষ্টিয়ার কুমারখালী থেকে ১৮৬৩ সালে স্থানীয় বাংলা পাঠশালার প্রধান শিক্ষক কাঙ্গাল হরিনাথ মজুমদার ”গ্রামবার্তা প্রকাশিকা” নামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করেছিলেন। হাতে লিখা পত্রিকাটিতে ততকালীন জমিদারদের অত্যাচারের কথা তুলে ধরা হতো। একবার রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা জমিদার দেবেন্দ্রনাথ ঠাকুরের বিরুদ্ধে এই পত্রিকায় সংবাদ প্রকাশ হলে তিনি লাঠিয়াল বাহিনী পাঠিয়ে কাঙ্গালকে শায়েস্তা করতে চেয়েছিলেন। এই খবর জানতে পেরে লালন ফকির তার শিশ্যদের পাঠিয়ে সে যাত্রায় কাঙ্গালকে রক্ষা করেছিলেন। একসময় পত্রিকাটি সাপ্তাহিক হয় এবং ”মথুরানাথ মুদ্রণযন্ত্র” নামে একটি ছাপাখানা থেকে সেই পত্রিকা ছাপাও হতো। ১৮৯৬ সালে কাঙ্গালের মৃত্যুর সাথে সাথে পত্রিকাটিরও মৃত্যু হয়। এক সময়ে কাকদ্বীপ নামে পরিচিত এই কুষ্টিয়াতে পরবর্তী সময়ে অনেক পত্রিকার জন্ম হয়েছে।
সেই কুষ্টিয়াতেই আমি ছাত্র জীবনে ১৯৮৫ সাল থেকে কুষ্টিয়ার স্থানীয় ”সাপÍাহিক ইস্পাত” পত্রিকায় সাংবাদিকতা শুরু করি। এরপর আন্দোলনের বাজার, আজকের কাগজ,ভোরের কাগজ,প্রথম আলো ও কালের কন্ঠের মতো শক্তিশালী পত্রিকায় সাংবাদিকতা করেছি। এখনো কালের কন্ঠ-তেই কাজ করছি। আমি যখন লেখালিখি শুরু করি তখন কুষ্টিয়াসহ আশপাশের এলাকাগুলো ছিল প্রচন্ড সন্ত্রাস কবলিত। সেই সময় পদে পদে আতঙ্ক ও ভয়ের মধ্যেই অনুসন্ধানী সাংবাদিকতা করেছি। সেই সময় গুলোতে আমি সমাজের ভেতরে বাইরে যে অন্যায়, অত্যাচার, নির্যাতন, অনিয়ম, ঘুষ, দুর্নীতি ও অবক্ষয়ের ঘটনাগুলো ঘটেছে তা খুব কাছ থেকে দেখার ও লেখার সুযোগ পেয়েছি। অবশ্য এজন্যে আমাকেও কাঙ্গাল হরিনাথের মতো প্রভাবশালীদের নানান চোখ রাঙ্গানী,হামলা মামলা ও নির্যাতন সহ্য করতে হয়েছে।
জীবনের অর্ধশতাব্দী পার হবার পর কুষ্টিয়ার সংবাদপত্র জগতে খবরের খবরদারি করার জন্যে আমার সম্পাদনায় নতুন একটি খবরের কাগজ দৈনিক এখন খবর প্রকাশের উদ্যোগ নিয়েছি।গনতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং মানবাধিকার সুসংহত রাখার লক্ষে আমার নেতৃত্বে কুষ্টিয়ার এক ঝাক সনামধন্য সাংবাদিক এখন খবর-এর সাথে যুক্ত হয়েছেন। সময়ের সাহসী দৈনিক এই শ্লোগানে আমরা এখন খবর পত্রিকাটিকে কুষ্টিয়াসহ দক্ষিন-পশ্চিমাঞ্চলের প্রত্যেকটা মানুষের পড়ার উপযোগী করে প্রকাশ করতে চাই। একই সাথে আমরা কারো তাবেদারি না করে সত্য এবং সঠিক ঘটনাটি পাঠকদের সামনে তুলে ধরতে বদ্ধ পরিকর। আমাদের এই নতুন পত্রিকা এখন খবর প্রকাশে পাঠক, লেখক,বিঞ্জাপনদাতা ও শুভান্যধায়ীরা অব্যহত সহায়তা করবেন বলে আমরা আশা করি।
তারিকুল হক তারিক
সম্পাদক