তারিকুল হক তারিক॥
চ্যালেঞ্জ নিতে তিনি পছন্দ করেন। সততা আর পরিশ্রমের বিনিময়ে এ চ্যালেঞ্জকে তিনি জয় করেছেন। সফলতাকে এনেছেন হাতের মুঠোয়। আর তাই আবাসন শিল্পে আজ দেশব্যাপী এক আলোচিত নাম এশিউর গ্রুপ। যার কর্ণধার মো. শেখ সাদী। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে বেড়ে ওঠেন তিনি। কুষ্টিয়া সরকারী কলেজে লেখাপড়া শেষ করে ঢাকা কলেজে অধ্যয়ণরত অবস্থায় কর্মজীবন শুরু করে দীর্ঘ ১৮ বছর ধরে সততা এবং পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের একজন সফল শীর্ষস্থানীয় রিয়েল এষ্টেট ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি। মো: শেখ সাদী একজন দায়িত্বশীল দেশপ্রেমিক নাগরিক হিসেবে সামর্থ্যের মধ্যে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রেখে চলেছেন। এশিউর গ্রুপের রিয়েল এস্টেট-এর পাশাপাশি তিনি ইঞ্জিনিয়ারিং, হোটেল, পর্যটন, হাসপাতাল এবং শিক্ষার সাথেও জড়িত থেকে সবগুলো সেক্টরকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।
২০০৭ সালে মো: শেখ সাদী ঢাকায় প্রতিষ্ঠা করেন এশিউর গ্রুপ লিমিটেড। তিনি গ্রুপের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। গ্রুপটি প্রতিষ্ঠার পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাথা তুলে দাড়াতে থাকে এশিউরের সুরম্য ভবনসমুহ। নিজেদের কাজের মাধ্যমে এশিউর গ্রুপ দেশের নানা প্রান্তে বাংলাদেশের সুনাম ও মর্যাদাকে শীর্ষে তুলে ধরছেন। একই সাথে দেশের বেকারত্ব দুরীকরণ,অর্থনীতির গতি সঞ্চার ও দেশের আবাসন খাতকে এগিয়ে নিচ্ছেন সমান তালে। এশিউর গ্রুপের ৭টি প্রতিষ্ঠানে বর্তমানে কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে,এশিউর গ্রুপ প্রতিষ্ঠার পর থেকে মো: শেখ সাদী বাংলাদেশের মানুষের জন্য উন্নত মানের আবাসন তৈরিতে নিবেদিত রয়েছেন। পাশাপশি তিনি ক্রমাগত ইট-পাথরের ঘনবসতির রাজধানীতে শান্তিপুর্ণ এলাকায় এমন সব বাসস্থান তৈরি করেছেন যেখানে,স্বাচ্ছন্দ্য ও নান্দনিক ডিজাইনের সুষম মিশ্রণ প্রতিফলিত হয়েছে। এশিউর গ্রুপ বর্তমানে বাংলাদেশের শীর্ষস্থানীয় গ্রুপ গুলোর মধ্যে অন্যতম। যা নান্দনিক বিলাসবহুল আবাসন ও বাণিজ্যিক প্রকল্প বাস্তবায়ন, পর্যটন ব্যবসার সম্প্রসারন, স্বাস্থ্যসেবা এবং আধুনিক স্থাপত্য নির্মানে নিয়োজিত রয়েছে। বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট কোম্পানি হিসেবে এশিউর গ্রুপ তার প্রতিযোগীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে আধুনিক শিল্পের মানদন্ডের সাথে একত্রিত হয়ে রিয়েল এস্টেট সেক্টরে একর পর এক চমক দেখাচ্ছে। তারা এক দশকেরও বেশি সময় ধরে বেশকিছু ল্যান্ডমার্ক তৈরি করে চলেছে যা বাংলাদেশে রিয়েল এস্টেট উন্নয়নে নতুন মান নির্ধারণ করেছে। এশিউর গ্রুপের প্রকল্পগুলোতে হাজার হাজার মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে স্বাছন্দ্যে বসবাস করছেন।
প্রতিষ্ঠান সম্পর্কে এশিউর গ্রুপের চেয়ারম্যান মো: শেখ সাদী এখন খবরকে বলেন, আমি বরাবরই চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। রিয়েল এষ্টেট ব্যবসা আরো চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জের ধারাবাহিকতায় গত ১৮ বছরে নানান চড়াই উতরাই পেরিয়ে শতশত আবাসিক প্রকল্প সম্পন্ন করেছে এশিউর গ্রুপ। বর্তমানে আমাদের শতাধিক আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প চলমান রয়েছে। আমাদের নৈতিকতা, গুণগতমান, বিচক্ষণতা, সম্মান এবং স্বচ্ছতার দৃঢ মূল্যবোধের উপর নির্মিত ঢাকার একাধিক স্থানে আমাদের প্রকল্পগুলি শহরের স্কাই লঅইন সীমা নতুন ভাবে সংজ্ঞায়িত করেছে। এশিউর গ্রুপ ইতিমধ্যে ওঝঙ ৯০০১: ২০১৫ সনদপ্রাপ্ত কোম্পানী হিসাবে স্বীকৃতি পেয়েছে। এছাড়া “স্বনামধন্য আন্তর্জাতিক ম্যাগাজিন “এশিয়াওয়ান” এশিউর গ্রুপকে বাংলাদেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল নেতৃস্থানীয় কোম্পানির একটি হিসেবেও স্বীকৃতি দিয়েছে।
এশিউরের অন্যান্য প্রতিষ্ঠানসমুহর মধ্যে রয়েছে, এশিউর প্রপাট্রিজ: ২০০৬ সালে এশিউর প্রোপার্টিজ এর যাত্রা শুরু হয় আবাসন খাতে নতুনত্ব আনার জন্য। এশিউর বিল্ডার্স লি: গ্রাহকদের একটি উন্নত আবাসন প্রদানের লক্ষ্যে ২০০৬ সালে এশিউর বিল্ডারস রিয়েল এস্টেট ব্যবসায় আসেন। তারা ক্রমাগত আধুনিক নকশা, উচ্চতর নির্মাণ শৈলী এবং প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে সমসাময়িক ভবন তৈরিতে সর্বোচ্চ গুণমান অর্জনে বদ্ধপরিকর।
এশিউর ডেভল্পমেন্ট এন্ড ডিজাইন: উন্নয়ন এবং নকশা নিশ্চিত করতে ২০১০ সালে যাত্রা শুরু করেছিলো। এশিউরের দক্ষ পেশাদারদের অসামান্য আর্কিটেকচারাল টিম এমন ডিজাইনের মাধ্যমে একটি প্রগতিশীল পরিবেশ নিয়ে আসে যা একটি স্বাস্থ্যকর স্বাচ্ছন্দমুলক জীবনধারাকে এগিয়ে নিয়ে যায়। এশিউর এগ্রো কমপ্লেক্স: ২০১১ সালে শিল্পে ইতিবাচক পরিবর্তন আনতে এশিউর গ্রুপ দেশের কৃষিব্যবসায় তার ডানা প্রসারিত করে। এশিউর ট্যুরিজম লি: এশিউর ট্যুরিজম ২০১৫ সালে এশিউর গ্রুপ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। যার লক্ষ্য ছিল বিলাসবহুল রিসোর্ট তৈরি করা এবং সারা বিশ্ব থেকে পর্যটকদের বাংলাদেশ ভ্রমণে আকর্ষণ করা। জাতীয় অর্থনীতিতে প্রভাব ফেলতে এশিউর দেশে আন্তর্জাতিক মানের পর্যটন সুবিধা গড়ে তোলার ওপর জোর দেয়। বর্তমানে, এশিউর ট্যুরিজম লিমিটেড মানিকগঞ্জ এবং কক্সবাজারের ইনানীতে ডেরা নামে ২টি বিলাসবহুল ৫-স্টার স্ট্যান্ডার্ড রিসোর্ট পরিচালনা করছে। এরবাইরেও তারা এয়ার টিকিট, ভিসা প্রসেসিং, ট্যুর প্যাকেজ, হোটেল বুকিং এবং বিশেষজ্ঞ ট্রাভেল কনসালটেন্সি পরিসেবার জন্য ওয়ান-স্টপ ট্রাভেল সলিউশন প্রদান করছে। যা তাদের ক্লায়েন্টদের জন্য একটি নির্বিঘ্ন এবং অবিস্মরণীয় ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করে। এশিউর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লি: এশিউর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড গ্রুপ নির্মাণ ক্ষেত্র, আবাসন, প্রকৌশল,কনস্ট্রাকশনসহ অন্যান্য ক্ষেত্রের মতো অল্প সময়ের মধ্যে একটি নেতৃস্থানীয় কোম্পানি হতে চায়। এশিউর জেনারেল হাসপাতাল লি: দেশের জনগণের কাছে সাধারণ স্বাস্থ্যসেবার উন্নতির জন্য এশিউর গ্রুপ স্বাস্থ্য খাতে অবদান রাখতে শুরু করেছে। ইতোমধ্যে উত্তরা ও পূর্বাচলে উন্নতমানের হাসপাতাল নির্মাণের জন্য জমি গ্রহন করেছে এশিউর গ্রুপ। পাশাপাশি এশিউর গ্রুপের চেয়ারম্যান তার নিজ এলাকা কুষ্টিয়ার কুমারখালীতে ১০০ শয্যা বিশিষ্ট সম্পূর্ণ আইসিইউ, সিসিইউ, প্যাথলজি সেবা এবং আধুনিক অপারেশন থিয়েটারসহ উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করে এমন একটি হাসপাতাল নির্মানের কাজও শুরু করেছেন। উন্নত, সহানুভূতিশীল এবং যতœবান চিকিৎসা প্রদানে এশিউর গ্রুপ প্রতিজ্ঞাবদ্ধ।