এ সময়ে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশিদা বেগম, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার ও মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা প্রশাসনের পক্ষে ভারপ্রাপ্ত ইউএনও হারুন অর রশিদ, পৌরসভার পক্ষে মেয়র হাজী এনামুল হক, মিরপুর থানার পক্ষে পুলিশ পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক কামারুল আরেফিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে সাবেক কমান্ডার নজরুল করিম ও আফতাব উদ্দিন খান, প্রেসক্লাবের পক্ষে সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস পুষ্পস্তবক অর্পণ করেন।পরে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশিদা বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন।পরে শিশুদের চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। বাদ জুম্মা বিশেষ দোয়া মোনাজাত করা হয়।