এখন খবর ডেস্কঃ
কুষ্টিয়ায় নির্মিত হচ্ছে আধুনিক স্টেডিয়াম। এটি হবে খুলনা বিভাগের সবচেয়ে বড় স্টেডিয়াম। একই সঙ্গে ক্রিকেট, ফুটবল ও প্রাকটিস গ্রাউন্ড থাকবে। নিউজিল্যান্ডের মাঠের আদলে এক কোনায় মাটির গ্রিন গ্যালারি হচ্ছে যেখানে বসে-শুয়ে খেলা দেখা যাবে।
ততকালীন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ২০২২ সালের ১৩ জানুয়ারি ১৩ একর যায়গায় কুষ্টিয়া স্টেডিয়াম নির্মাণকাজের উদ্বোধন করেন।৪৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্টেডিয়ামে বড় আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের টুর্নামেন্ট আয়োজন করা যাবে। এ রকম স্টেডিয়াম প্রতিটি জেলায় নির্মাণ করা হচ্ছে। যেখানে ফুটবল, ক্রিকেট, ভলিবলসহ সব ধরনের খেলাধুলা করা যাবে।
ক্রীড়া সংগঠকরা জানান,আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত আন্তর্জাতিক মানের এই স্টেডিয়ামটির নির্মাণ শেষ হলে কুষ্টিয়ার ক্রীড়াঙ্গনে সূচিত হবে এক নবদিগন্তের।
উল্লেখ্য, কুষ্টিয়ার এই মাঠ থেকেই গড়ে উঠেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ মিথুন, এনামুল হক, বিজয়দের মতো সব তারকা খেলোয়াড়। ক্রিকেটের পাশাপাশি ফুটবলেও আকরাম, আশরাফুলের মতো তারকা খেলোয়াড়দের জন্ম এই কুষ্টিয়া জেলায়।