এখন খবর প্রতিবেদক॥
ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (ICCB) ঢাকায় অনুষ্ঠিত ১৯ তম ডিটিজি এক্সপো শেষ হয়েছে গতকাল ২৩ ফেব্রুয়ারী রবিবার। এর আগে গত ২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার এই আসর শুরু হয়।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এস কে বশির উদ্দিন ২০ ফেব্রুয়ারি, ২০২৫ এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আয়োজকরা জানান,এ বছর ৩৩টি দেশের ১হাজার ১শটিরও বেশি শীর্ষস্থানীয় ব্র্যান্ড ডিটিজি মেলায় অংশগ্রহণ করে এবং চীন, জার্মানি, ভারত, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া এবং তুরস্কসহ বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানিগুলি ১৬০০ টি স্টলের মাধ্যমে তাদের সর্বাধুনিক টেক্সটাইল প্রযুক্তি এবং সরঞ্জাম উপস্থাপন করে।
এই প্রদর্শনীতে টেক্সটাইল যন্ত্রপাতি, কাপড়, ফিলামেন্ট, রাসায়নিক, রঞ্জন প্রযুক্তি এবং আনুষাঙ্গিক যন্ত্রপাতি স্থান পায়। এছাড়াও মেলায় প্রতিদিন টেকসই উৎপাদন ও আধুনিক প্রযুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। মেলার বিশেষ আকর্ষণ ছিল ডিটিজি ফ্যাশন শো, যা ২১ ও ২২ ফেব্রুয়ারি আইসিসিবির হলে অনুষ্ঠিত হয়।
এবারের ১৯তম ডিটিজি আসরে বিশাল ষ্টল দিয়ে গার্মেন্টেস ব্যবসায়ীদের মাঝে চমক দেখিয়েছে চাইনা কোম্পানী উইনমিং।২০২৩ সালের জানুয়ারি থেকে ট্রিকট বাংলাদেশ লিমিটেড উইনমিং এর সাথে পথচলা শুরু করে। সেই সাথে দেশের সর্ব বৃহৎ এই মেশিনারীজ মেলায় ট্রিকট- উইনমিং এ নিয়ে ২য় বার অংশগ্রহণ করল।
ট্রিকটের ম্যানেজিং ডিরেক্টর ফারহানা খানম বলেন,আমাদের মেশিন ব্রান্ডের নাম উইনমিং। অন্যবারের মতো এবার ও মেলায় আমরা নতুন প্রযুক্তির মেশিন এনেছি। সস্তা শ্রম বাজার এবং অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠায় বাংলাদেশে প্রতি বছরই যথেষ্ট পরিমাণ বিদেশী অর্ডার আসে। তাই শিল্প প্রতিষ্ঠান গুলোতে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে উন্নত প্রযুক্তি ব্যবহারের কোন বিকল্প নাই । গত মেলার পর আমরা যথেষ্ট মেশিনের অর্ডার পেয়েছি । এবার ও আশা করি এই মেলার পর গত বারের তুলনায় অনেক বেশি অর্ডার পাবো।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি লিমিটেড, হংকং-এর সহযোগিতায় ২০০৪ সাল থেকে “ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারি এক্সিবিশন” (ডিটিজি) আয়োজন করে আসছে।