• মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ ষ্টেডিয়াম উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহামুদ বর্ণিল পরিবেশে কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত ঢাকায় অনুষ্ঠিত ১৯ তম ডিটিজি এক্সপো শেষ হয়েছে গতকাল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শেখ সাদী মোবাইলে টিকটক দেখা বন্ধ করে, পড়ার সময় পড়া ও খেলার সময় খেলতে হবে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আলিমুদ্দিন শেখের ২য় মৃত্যুবার্ষিকী আজ বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আলিমুদ্দিন শেখের ২য় মৃত্যুবার্ষিকী আজ বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আলিমুদ্দিন শেখের ২য় মৃত্যুবার্ষিকী আজ কুষ্টিয়ার পদ্মায় ধরাপড়া বিশাল কুমিরটি বন বিভাগের হেফাজতে সাম্প্রতিক অতিথি মন্তব্য প্রতিবেদন হাসিনা পদত্যাগ করেন নাই, তিনি ক্ষমতা হারিয়েছেন. রাষ্ট্রপতির অপসারন সংকট সৃষ্টি করবে না

কুষ্টিয়ায় পদ্মার ভাঙন হুমকির মুখে কুষ্টিয়া-ঈম্বরদী মহাসড়কসহ ছয় গ্রাম

Reporter Name / ২১০ Time View
Update : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

  1. এখন খবর ডেস্কঃ
    প্রমত্তা পদ্মা নদীর ভয়াবহ ভাঙ্গনের কবলে পড়ে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের ছয়টি গ্রামের হাজার হাজার মানুষ চরম আতংকের মধ্য দিন অতিবাহিত করছে। ভাঙ্গনের কবলে পড়ে গ্রামগুলির বহু ঘরবাড়ী, শতশত একর ফসলী জমি সবকিছু নদী গর্ভে বিলিন হয়ে মানুষজন সর্বশান্ত হয়ে পড়েছে। ঝুকির মধ্যে থাকা জাতীয় বিদ্যুৎ সঙ্চালন লাইনের ৫টি হাই ভোলটেজ বিদুত টাওয়ারের ১টি ইতিমধ্যে গত বৃহস্পতিবার নদীতে বিলিন হয়েছে এবং মারাত্বক ঝুকির মধ্যে রয়েছে কুষ্টিয়া-ঈম্বরদী মহাসড়ক। যে কোন সময় সড়কটি ভেংগে যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে উত্তোর ও দক্ষিনাঞ্চলের মধ্যে যোগাযোগ রক্ষাকারী একমাত্র সড়কটিতে। নদী ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডকে জানানো হলেও তারা এখনো কোন ব্যবস্থা গ্রহন করেনি। সর্বগ্রাসী পদ্মার অব্যাহত ভাঙ্গনের হাত থেকে রক্ষা পেতে এলাকার মানুষ মানব বন্ধন, পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়া অফিস ঘেরাও এবং কুষ্টিয়া-ঈশ্বরদী সড়ক অবরোধ কর্মসুচী পালন করলেও কোন কাজ হচ্ছেনা।
    এলাকাবাসী জানান,পদ্মার তীব্র ভাঙনের কবলে পড়েছে বহলবাড়ীয়া,তালবাড়ীয়া, খাদিমপুর, সাহেবনগর, মির্জানগর ও ঘোড়ামারাসহ বেশকিছু এলাকা। গত তিন বছর যাবত নদীগর্ভে শত শত একর আবাদি জমি বিলীন হয়ে গেছে। বর্তমানে জাতীয় গ্রিডের ৫টি বিদ্যুৎ সঞ্চালনের টাওয়ারসহ বসতবাডী, শতবর্ষী স্কুল-কলেজ ভাঙনের হুমকির মুখে রয়েছে। কুষ্টিয়া ঈশ্বরদী-মহাসড়ক থেকে নদী মাত্র ৫০ মিটার দূরে আছে। সড়কটি যেকোনো সময় ভাঙনের কবলে পড়বে। সাহেবনগর এলাকার নদীভাঙন প্রতিরোধ কমিটির আহ্বায়ক মেহেদী হাসান বলেন,এলাকার ভাঙন রোধে সরকারিভাবে ১ হাজার ৪৭২ কোটি টাকার প্রকল্প নেওয়া হলেও চলতি মৌসুমে কোনো কাজই করেনি পাউবো। যতটুকু জিও ব্যাগ ফেলেছিল তাতেও কোন কাজ হচ্ছে না। দ্রুত এখানে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান তিনি।
    এলাকাবাসীরা আরো বলেন, পদ্মার বাম তীর ঘেঁষে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সামনে স্থায়ী বাঁধ নির্মাণের কারণে ডান তীরে কুষ্টিয়ার বহলবাড়িয়া ইউনিয়নে ভাঙন তীব্র হয়েছে। এটি নির্মাণের পর থেকেই এলাকার শতশত ঘরবাড়ী ও হাজার হাজার একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বহলবাড়িয়ার বাসিন্দা কৃষক তোফায়েল হোসেন জানান,পদ্মার তীর ঘেঁষে রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের বাঁধ নির্মাণের কারণে ভাঙন তীব্র হয়েছে। এটি নির্মাণের পর থেকেই আমাদের বসতবাড়ি ও হাজার হাজার একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
    কুষ্টিয়া-২ ( মিরপুর ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম জানান,পদ্মার ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডে প্রধান প্রকৌশলীকে আমি নিজে বিষয়টি জানালেও তিনি আমলে নেননি। কুষ্টিয়ার মিরপুরের বাসিন্দা আরেক বিএনপি নেতা ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী জানান, এই এলাকার নদী ভাঙন বর্তমানে চরম আকার ধারণ করেছে। আমরা ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ালেও পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার কর্মকর্তারা বিষয়টিকে তেমন গুরুত্ব দিচ্ছেন না।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান কালের কন্ঠকে বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সামনে ৫০০ মিটার গ্রোয়েন (বাঁধ) নদীর মধ্যে নির্মিত হয়েছে। সেখানে পানি বাধাপ্রাপ্ত হয়ে অপর পাড়ে নদী ভাঙছে। এলাকাবাসীও সেটায় ধারণা করছে। যেহেতু নদীর গতিপথ পরিবর্তন হয়ে গেছে। সেহেতু ভাঙনটাও তীব্র হচ্ছে। তারপরেও সাহেবনগর বেড়ীবাঁধসহ ভাঙনকবলিত এলাকায় জিও ব্যাগ ও টিউব ব্যাগ ফেলার কাজ চলছে। এ ছাড়া পরিস্থিতি স্বাভাবিক হলে দুই মাসের মধ্যে স্থায়ী বাঁধ নির্মাণের কাজ শুরু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category