• মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ ষ্টেডিয়াম উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহামুদ বর্ণিল পরিবেশে কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত ঢাকায় অনুষ্ঠিত ১৯ তম ডিটিজি এক্সপো শেষ হয়েছে গতকাল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শেখ সাদী মোবাইলে টিকটক দেখা বন্ধ করে, পড়ার সময় পড়া ও খেলার সময় খেলতে হবে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আলিমুদ্দিন শেখের ২য় মৃত্যুবার্ষিকী আজ বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আলিমুদ্দিন শেখের ২য় মৃত্যুবার্ষিকী আজ বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আলিমুদ্দিন শেখের ২য় মৃত্যুবার্ষিকী আজ কুষ্টিয়ার পদ্মায় ধরাপড়া বিশাল কুমিরটি বন বিভাগের হেফাজতে সাম্প্রতিক অতিথি মন্তব্য প্রতিবেদন হাসিনা পদত্যাগ করেন নাই, তিনি ক্ষমতা হারিয়েছেন. রাষ্ট্রপতির অপসারন সংকট সৃষ্টি করবে না

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শেখ সাদী মোবাইলে টিকটক দেখা বন্ধ করে, পড়ার সময় পড়া ও খেলার সময় খেলতে হবে

Reporter Name / ১০১ Time View
Update : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫

এখন খবর প্রতিবেদক॥
কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, এশিউর গ্রুপের চেয়ারম্যান ও রিহ্যাবের পরিচালক শেখ সাদী বলেছেন, ইদানিং পরিবারের প্রায় প্রত্যেকটি ছেলেমেয়ের হাতে মোবাইল দেখা যাচ্ছে। তারা যেভাবে মোবাইল দেখছে, টিকটক দেখছে। তাতে খেলাধুলার কথা অনেকে ভুলে যাচ্ছে। আজকের প্রতিযোগিতায় যারা খেলাধুলায় ভালো করেছে। তারা কিন্তু মোবাইল বা ঠিকটক কম দেখে। মোবাইলে টিকটক দেখা বন্ধ করো। আমরা যারা ঠিকমতো পড়াশোনা করেছি, সময়কে কাজে লাগিয়েছি। তারা সবাই ভালো পর্যায়ে গিয়েছি, ভালো করেছি। পড়ার সময় পড়া, খেলার সময় খেলতে হবে। প্রতিটি সময়কে কাজে লাগাতে হবে। তাহলে তোমরাও অনেক ভালো করবা, ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারবা। যারা সময় নষ্ট করে, সময়ের প্রতি উদাসীন হয়, সময়কে মূল্যায়ন করে না তারা কিন্তু ভালোভাবে সফল হতে পারে না।
গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে কুমারখালীর আলাউদ্দিন নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এশিউর গ্রুপে চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে আরও বলেন, শরীরকে ঠিক রাখতে হলে খেলাধুলা করতে হবে। খেলাধুলা পুরস্কার পাওয়ার জন্য না। নিজেকে সুস্থ রাখার জন্য খেলাধুলা। নিয়মিত খেলাধুলা করতে হবে। নিজেকে বড় হয়ে ওঠার জন্য খেলাধুলা একটা সিড়ি। সুস্থ শরীর ছাড়া বুদ্ধির বিকাশ ঘটবে না। এজন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে। তোমরা নিজেদেরকে ঠিক মতো গড়ে তুলতে পারলে, তোমারা অনেক বড় হবে, প্রতিষ্ঠিত হবে। মানুষ একটা স্বপ্নের থেকে অনেক বড়। তোমরা ভালোভাবে পড়াশোনা করো। তাহলে তোমরা স্বপ্নের চেয়েও অনেক বেশি বড় হবে। শিক্ষা মানুষকে তার স্বপ্নের থেকেও বড় করে। তোমরা ছোট মানুষ। অনেক সময় অনেককিছু তোমরা বুঝে উঠতে পারো না। এজন্য শিক্ষক ও মা-বাবাদের কথা শুনতে হবে। গুরুজনদের দিকনির্দেশনা বাইরে তোমরা কিছু করো না। তাদেরকে সমসময় শ্রদ্ধা করবা।

স্কুলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্ব স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান, কুমারখালী থানা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান, ক্রীড়া শিক্ষক জহিরুল ইসলাম বকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মী, জনপ্রতিনিধি, স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এর আগে বিএনপি নেতা শেখ সাদী অনুষ্ঠানস্থলে পৌছালে প্রধান সড়ক থেকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা ফুলের শুভেচ্ছায় তাকে বরন করে নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি শেখ সাদী এই বিদ্যালয়ের উন্নয়নসহ এখানকার শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তিসহ নানান ধরনের সহযোগীতারও আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category